
শান্ত দুপুরে পুকুর পাড়ে বসে দূর থেকেই চোখে পড়বে সুঁইচোরা পাখির কলরব। কিংবা মাছরাঙার ঝুপ করে পানিতে পড়ে মাছ শিকার।
বুলবুলি কিংবা শালিকের কিচিরমচিরে উৎসুক হয়ে মুখ তুলে তাকালেই দেখা মিলবে ফিঙে আর ঘুঘুর উড়ে যাওয়া। আর ভোরবেলা উঠতে পারলে ফুটবল মাঠেই দেখা যাবে বক-পাখিদের দৌড়ঝাঁপ।
গাজীপুরে শ্রীপুরের উত্তর ভাংনাহাটিতে অবস্থিত এই রিসোর্টে এক দিনের জন্য হলেও শহরের কর্কশ আওয়াজ থেকে বাঁচনো যায় কান, চোখ। আর মনের জন্য মিলবে শান্তি।
ট্রাভেলার্স হাব লি.’য়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদুল হাসান জায়েদী বলেন, “সম্প্রতি আমরা এই রিসোর্টের ব্যবস্থাপনার দায়িত্ব নিয়ে নতুন আরও কিছু আয়োজনের ব্যবস্থা করছি।”
তিনি দাবি করেন, “প্রায় সব রিসোর্টেই সুইমিংপুল, ‘কিডস জোন’, ব্যাডমিন্টন কোর্ট, ফুটবল মাঠসহ বিভিন্ন ধরনের সুবিধা থাকে। আমাদের এখানেও আছে। তবে নানান ধরনের পাখি আর সেসবের ডাকাডাকিতে মন ভরাতে চাইলে এই সবুজ পাতাতে আসতেই হবে।”
এছাড়া অনুষ্ঠান করার মতো মঞ্চ এবং বার্বিকিউ পার্টি করার মতো জায়াগাও রয়েছে।
স্বাগতম পানীয়, সকালের নাস্তা, দুপুরের খাবার সন্ধ্যার নাস্তা, সুইমিং পুল, বড় ও ছোটদের খেলার জায়গা, ওয়াইফাই সুবিধা নিয়ে সারাদিনের এই আয়োজনে সময় কাটাতে ছুটির দিনগুলোতে জনপ্রতি খরচ পড়বে ৩ হাজার টাকা। আর সপ্তাহের অন্যান্য দিন এই সুবিধা পাওয়া যাবে ২ হাজার ৫শ’ টাকায়।
ট্রাভলার্স হাব লি.’য়ের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুর রহমান শাওন বলেন, “১৮ বিঘার এই জায়গায় যুগলরা সাড়ে ৫ হাজার টাকায় সারাদিন সময় কাটাতে পারবে। আর রাত্রিযাপন করতে চাইলে যুগলদের জন্য পড়বে ৮ হাজার ৫শ’ টাকা। সাথে থাকবে দুপুর ও রাতের খাবার, পরদিন সকালের নাস্তা, এক ঘণ্টা সুইমিং পুল ব্যবহারের সুবিধা।”
গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা বাস স্টেশন থেকে মাওনা-শ্রীপুর যাওয়া আসার সড়ক ধরে সাড়ে পাঁচ কিলোমিটার গেলেই দেখা মিলবে এই রিসোর্টের। গুগল ম্যাপ ধরেও যাওয়া যায়। যোগাযোগের ফোন নম্বরও মিলে যাবে সেখান থেকে।
বুলবুলি কিংবা শালিকের কিচিরমচিরে উৎসুক হয়ে মুখ তুলে তাকালেই দেখা মিলবে ফিঙে আর ঘুঘুর উড়ে যাওয়া। আর ভোরবেলা উঠতে পারলে ফুটবল মাঠেই দেখা যাবে বক-পাখিদের দৌড়ঝাঁপ।
গাজীপুরে শ্রীপুরের উত্তর ভাংনাহাটিতে অবস্থিত এই রিসোর্টে এক দিনের জন্য হলেও শহরের কর্কশ আওয়াজ থেকে বাঁচনো যায় কান, চোখ। আর মনের জন্য মিলবে শান্তি।
ট্রাভেলার্স হাব লি.’য়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদুল হাসান জায়েদী বলেন, “সম্প্রতি আমরা এই রিসোর্টের ব্যবস্থাপনার দায়িত্ব নিয়ে নতুন আরও কিছু আয়োজনের ব্যবস্থা করছি।”
তিনি দাবি করেন, “প্রায় সব রিসোর্টেই সুইমিংপুল, ‘কিডস জোন’, ব্যাডমিন্টন কোর্ট, ফুটবল মাঠসহ বিভিন্ন ধরনের সুবিধা থাকে। আমাদের এখানেও আছে। তবে নানান ধরনের পাখি আর সেসবের ডাকাডাকিতে মন ভরাতে চাইলে এই সবুজ পাতাতে আসতেই হবে।”
এছাড়া অনুষ্ঠান করার মতো মঞ্চ এবং বার্বিকিউ পার্টি করার মতো জায়াগাও রয়েছে।
স্বাগতম পানীয়, সকালের নাস্তা, দুপুরের খাবার সন্ধ্যার নাস্তা, সুইমিং পুল, বড় ও ছোটদের খেলার জায়গা, ওয়াইফাই সুবিধা নিয়ে সারাদিনের এই আয়োজনে সময় কাটাতে ছুটির দিনগুলোতে জনপ্রতি খরচ পড়বে ৩ হাজার টাকা। আর সপ্তাহের অন্যান্য দিন এই সুবিধা পাওয়া যাবে ২ হাজার ৫শ’ টাকায়।
ট্রাভলার্স হাব লি.’য়ের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুর রহমান শাওন বলেন, “১৮ বিঘার এই জায়গায় যুগলরা সাড়ে ৫ হাজার টাকায় সারাদিন সময় কাটাতে পারবে। আর রাত্রিযাপন করতে চাইলে যুগলদের জন্য পড়বে ৮ হাজার ৫শ’ টাকা। সাথে থাকবে দুপুর ও রাতের খাবার, পরদিন সকালের নাস্তা, এক ঘণ্টা সুইমিং পুল ব্যবহারের সুবিধা।”
গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা বাস স্টেশন থেকে মাওনা-শ্রীপুর যাওয়া আসার সড়ক ধরে সাড়ে পাঁচ কিলোমিটার গেলেই দেখা মিলবে এই রিসোর্টের। গুগল ম্যাপ ধরেও যাওয়া যায়। যোগাযোগের ফোন নম্বরও মিলে যাবে সেখান থেকে।