ঢাকা , শনিবার, ১৫ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ভালো থাকার উৎসবে বাহারি আয়োজন

আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৯:০৫:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৯:০৫:২৯ অপরাহ্ন
ভালো থাকার উৎসবে বাহারি আয়োজন ভালো থাকার উৎসবে বাহারি আয়োজন
ভালো থাকার উৎসব শান্তিবাড়ির নিয়মিত বাৎসরিক আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা। এ বছর বাংলা একাডেমিতে এই উৎসবের হচ্ছে উৎসবের ‘সিজন-২’।


আর্ট ক্যাম্প ও আর্ট এক্সিবিশন ছাড়াও এতে আছে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও মেলা। প্রায় ৪০ জন নারী উদ্যোক্তা উৎসবে অংশ নিচ্ছেন। সেই সঙ্গে আছে ভিগান ও ভেজিটেরিয়ান খাবারের প্রদর্শনী, যা ভিগান ফেস্ট হিসেবে উদযাপিত হচ্ছে।

মূল উৎসব উদ্বোধনের পর নভেরা গ্যালারিতে আর্ট ক্যাম্প ও আর্ট এক্সিবিশন উদ্বোধন করেন চিত্রশিল্পী হামিদুজ্জামান ও ভাস্কর আইভী জামান। প্রদর্শনীতে নারী চিত্রশিল্পীদের আঁকা ৩৫টি চিত্রকর্ম স্থান পেয়েছে। আর্ট ক্যাম্পে অংশ নিচ্ছেন ১০ জন নারী চিত্রশিল্পী।

হামিদুজ্জামান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখানে যে প্রদর্শনীটা হচ্ছে, আমি ঘুরে ঘুরে দেখলাম। খুব ভালো কিছু শিল্পকর্ম আছে। আমার ভালো লেগেছে। এটা তো খুব পরিচিত গ্যালারি না, তবুও এখানে সুন্দর একটা প্রদর্শনী হচ্ছে। আমার ভালো লাগছে।"



শান্তিবাড়ির সহ-প্রতিষ্ঠাতা কিশোয়ার জাবীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শান্তিবাড়ি মূলত নারীদের নিয়েই কাজ করে। সবাই মিলে আমরা ভালো থাকতে চাই, এজন্যই আমাদের ভালো থাকার উৎসব। এই আয়োজনে আমরা জোরেশোরে তুলে ধরব নারীর মানসিক স্বাস্থ্য, আইনি অধিকার সুরক্ষার দাবি।"

উৎসব সংশ্লিষ্টরা জানান, শান্তিবাড়ির মনোবিদ, আইনজীবী ও পুষ্টিবিদদের উপস্থিতি ও তত্ত্বাবধানে তিনটি বুথ পরিচালিত হচ্ছে এই উৎসবে। তিনটি বুথই সকাল থেকে সন্ধ্যা অব্দি খোলা থাকবে এবং এসব বুথে বিনামূল্যে মানসিক স্বাস্থ্য অ্যাসেসমেন্ট ও পরামর্শ, আইনি পরামর্শ, ও ডায়েট সংক্রান্ত পরামর্শ পাওয়া যাবে। সেইসাথে হেনা আর্ট বুথে এসে হাতে মেহেদীর নকশাও এঁকে নেওয়া যাবে।

এছাড়া উৎসবে আছে ইয়োগা ইন্সট্রাকট্রর তাস রহমান পরিচালিত বিশেষ ইয়োগা সেশন। সাউন্ড হিলিং মাস্টার পারাভদ্রুতির (দীপ্তি অরণী) পরিচালনায় আছে মিউজিক হিলিং সেশন। আছে মনোচিকিৎসক ডা. হেলাল উদ্দিন আহমেদের ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে বিশেষ মানসিক স্বাস্থ্য সেশন।



শান্তিনিকেতন থেকে আসবেন গুরুপ্রিয়া বাউল, উন্মুক্ত মঞ্চে হবে তার গানের আসর। থাকবে তরুণদের পছন্দের ব্যান্ড সর্বনামের বাংলা গানের পরিবেশনা।

শান্তিবাড়ির নির্বাহী পরিচালক শারমিন শামস বলেন, "নারীর জন্য প্রতিষ্ঠান শান্তিবাড়ির দুদিনের এই বর্ণিল আয়োজন পুরোটাই নারীকে ঘিরে, যেখানে আমরা উদযাপন করছি নারীর সৃষ্টিশীলতা, দক্ষতা, সক্ষমতা ও সাহস।

"ভালো থাকার উৎসব মানে জীবনকে উদযাপন করতে শেখা। তাই এ উৎসবজুড়ে নারীর জন্য আমরা তৈরি করব আনন্দময় রঙিন আবহ, যেখানে এসে নারী শিখবে কীভাবে নিজের যত্ন নিতে হয়, নতুন করে নতুন আনন্দে বাঁচতে হয়। জানতে পারবে কীভাবে নিজের অধিকার আদায় করতে হয় আর নিজের পায়ে দাঁড়াতে হয়।"

উৎসবের সমাপনী অনুষ্ঠান হবে শনিবার বিকেল ৪টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে। সেখনে থাকবে বিজ্ঞান ও নারীবাদী অ্যাক্টিভিস্ট ডা. মনিরুল ইসলামের বিশেষ আলোচনা।



এছাড়া অভিনয়শিল্পী দিলারা জামান বলবেন, নিজের জীবনের গল্প। থাকবে একটি বিশেষ প্যানেল ডিসকাশন। বিষয়- 'নারীর বন্ধু বনাম নারীর লড়াই’।

জাকিয়া সুলতানার পরিচালনায় আলোচনায় অংশ নেবেন কবি নজরুল সরকারি কলেজের শিক্ষক মাহমুদা পারভীন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হক সুমন ও অভিনয়শিল্পী রুনা খান।

সমাপনী দিনে দেখানো হবে নারী চলচ্চিত্র নির্মাতা শবনম ফেরদৌসী পরিচালিত ও পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত চলচ্চিত্র 'আজব কারখানা'।

সমাপনী অনুষ্ঠানে একজন কৃতী নারীকে শান্তিবাড়ি শান্তিময়ী সম্মাননা দেওয়া হবে। ২০২৫ সালের শান্তিময়ী সম্মাননা পাচ্ছেন কৃতী ফুটবলার ও ক্রীড়াবিদ রেহানা পারভীন।

এছাড়া উৎসবে অংশ নেওয়া উদ্যোক্তাদের মধ্যে থেকে একজন সেরা উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হবে শান্তিবাড়ির পক্ষ থেকে।

সমাপনী অনুষ্ঠান শেষ হবে সংগীত পরিচালক নির্ঝর চৌধুরী ও তার সহশিল্পী সেমন্তী মঞ্জরী, অর্ণব, প্রতীতির পরিবেশনার মধ্যদিয়ে। তারা পরিবেশন করবেন রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য চিত্রাঙ্গদা।

নিউজটি আপডেট করেছেন : NewsUPload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ