ঢাকা , শনিবার, ১৫ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

হিফযুল কুরআন ফাউন্ডেশনের কুরআন প্রতিযোগিতা শনিবার

আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৮:৫৫:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৮:৫৫:৩৪ অপরাহ্ন
হিফযুল কুরআন ফাউন্ডেশনের কুরআন প্রতিযোগিতা শনিবার হিফযুল কুরআন ফাউন্ডেশনের কুরআন প্রতিযোগিতা শনিবার
হিফযুল কুরআন ফাউন্ডেশনের কুরআন আয়োজিত ৪র্থ ‘জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৫ এর গ্র্যান্ড ফিনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এই আয়োজন অনুষ্ঠিত হবে।

শ্রাবনী নীটওয়্যার লি. নিবেদিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের শীর্ষস্থানীয় হাফেজ, আলেম, কারী ও ধর্মপ্রাণ মানুষজন।

হিফযুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা মুফতী হুমায়ুন সাঈদ বলেন, আমরা চতুর্থ বারের মতো কুরআনের পাখিদের নিয়ে জাতীয়ভাবে এই আয়োজন করতে পেরে গর্ববোধ করছি। ইতোমধ্যে ‘হিফজুল কুরআন ফাউন্ডেশন’ বাংলাদেশের হাফেজদের বিশ্বস্ত ঠিকানা হয়ে উঠেছে। এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া।

এদিকে প্রতিযোগিতা অনুষ্ঠান বাস্তবায়নের জন্য দোয়া চেয়েছেন ফাউন্ডেশনটির সাধারণ সম্পাদক হা. কারী মোঃ কামরুজ্জামান। 

নিউজটি আপডেট করেছেন : NewsUPload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ