ঢাকা , শনিবার, ১৫ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭০

স্টাফ করেসপন্ডেন্ট | চ্যানেল ইউ টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৮:১০:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৮:১০:৩২ অপরাহ্ন
ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭০ ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭০
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোববার (৫ জানুয়ারি) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে দু’জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ জন।


সোমবার (৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।


বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরো ৩১ জন রোগী।

চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৬৬ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৩৩ দশমিক ৩ শতাংশ নারী।


বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৩৫৭ জন। এর মধ্যে ৫৮ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ২ শতাংশ নারী।
সূত্র : ইউএনবি

নিউজটি আপডেট করেছেন : NewsUPload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ