তাবলিগঃ বিচার বিভাগীয় তদন্তসহ ৯দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের
তাবলিগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন করেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
টঙ্গী ইজতেমা ময়দানে গত বছরের ১৮ ডিসেম্বর ঘটে যাওয়া তাবলিগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ঢাকায় অবস্থিত অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
সোমবার (৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক নাজিমউদ্দীন ভূঁইয়া লিখিত বক্তব্য পাঠ করেন। পরে তিনি তাবলিগের বিবদমান সমস্যা সমাধানে ৯ দফা প্রস্তাব তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে যেসব প্রস্তাব করেন তিনি-
১. সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণের লক্ষে বিবদমান পক্ষসমূহের মধ্যে মতপার্থক্য দূরীকরণের জন্য উদ্যোগ গ্রহণ।
২. গত ১৮ ডিসেম্বর টঙ্গী ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন ও দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা।
৩. উক্ত ঘটনায় গ্রেপ্তারকৃত নিরপরাধ কারাবন্দীদের দ্রুত মুক্তি দেয়া।
৪. উভয়পক্ষকে তাদের সর্বোচ্চ মুরব্বিদের নিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনার সুযোগ দেয়া।
৫. উভয়পক্ষকে কাকরাইল মসজিদে আমলের সময় বণ্টন সমান করা, অর্থাৎ এক মাস এক মাস করা।
৬. টঙ্গীর ইজতেমার মাঠ উভয়পক্ষকে সমানভাবে অর্থাৎ ছয় মাস ছয় মাস (জানুয়ারি-জুন, জুলাই-ডিসেম্বর) করে পাঁচ (৫) দিনের জোড়, ইজতেমা ও অন্যান্য আমলের জন্য ভাগ করে দেয়া।
৭. দেশের অন্যান্য মসজিদে আমলের সময় সমবণ্টন অর্থাৎ পনেরো দিন পনেরো দিন করা।
৮. কোনো পক্ষ মসজিদে আমলের সময় অন্যপক্ষকে বাধা না দেয়া, তা পর্যবেক্ষণ ও আইনের আওতায় নিয়ে আসা।
৯. পূর্ব-ঘোষিত তারিখ (৭-৯, ফেব্রুয়ারি, ২০২৫) অনুযায়ী মাও. সাদ অনুসারীদের ইজতেমা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মঞ্জুরুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আসিফ মনিরুল ইসলাম, বুয়েটের অধ্যাপক ড. শফিউল বারি এবং সহযোগী অধ্যাপক ড. সুলতান আহমেদ, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাহমুদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ এন এম আসাদুজ্জামান ফকির।
নিউজটি আপডেট করেছেন : NewsUPload
কমেন্ট বক্স