ঢাকা , শনিবার, ১৫ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

তিন মিনিটে যমুনা রেলসেতু পার

আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৭:৪৪:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৭:৪৪:০৩ অপরাহ্ন
তিন মিনিটে যমুনা রেলসেতু পার তিন মিনিটে যমুনা রেলসেতু পার
দেশের বৃহৎ যমুনা রেলওয়ে সেতুতে সফলভা‌বে পরীক্ষামূলক ট্রেন চলাচল ক‌রে‌ছে। সোমবার (৬ জানুয়া‌রি) দুপুর আড়াইটার দি‌কে চার‌টি ব‌গি-সংবলিত এক‌টি পর্যবেক্ষক ট্রেন যমুনার পূর্বপাড় ইব্রা‌হিমবাদ থে‌কে ছে‌ড়ে যায়। এতে ট্রেন‌টি যমুনা রেল সেতু পার হ‌তে সময় লে‌গে‌ছে ২ মি‌নিট ৫৬‌ সে‌কেন্ড।

গভর্মেন্টে ইন্সপেক্টর অব বাংলাদেশের উপস্থিতিতে এ পর্যবেক্ষণ অনুষ্ঠিত হয়। পর্যবেক্ষণকালে ট্রেনটি ১২০ কিলোমিটার গতিবেগে ছুটে‌ছিল। প‌রে প‌শ্চিমপাড়ের সয়দাবাদে ২০ মি‌নিট অবস্থা‌নের পর পুনরায় ট্রেন‌টি ‌সেতুর পূর্বপা‌ড়ে চ‌লে আসে।


চূড়ান্ত পর্যবেক্ষণে সন্তুষ্টি প্রকাশ করেছে সেতু-সংশ্লিষ্টরা। এ সময় বাংলাদেশের রেলওয়ের গভর্মেন্টের ইনস্পেক্টর ফরিদ আহমেদ, সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসুদুর রহমান ও প্রজেক্ট ম্যানেজার মাক হ্যাভিসহ দেশি-বিদেশি কর্মকর্তারা উপস্থিত ছি‌লেন।

এর আগে, গতকাল রবিবার এ পর্যবেক্ষক দুটি ট্রেন‌ দি‌য়ে পরীক্ষামূলক চলাচল করান।

জানা গে‌ছে, জাপান-বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম রেলওয়ে সেতুর অবকাঠামোগত নির্মাণকাজ শেষে চূড়ান্ত পর্যবেক্ষণমূলক ট্রেন চলাচল সম্পন্ন হয়েছে। ১২০ কিলোমিটার গতিতে ৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি পাড়ি দিতে প্রায় ৩ মিনিট সময় লা‌গে।

এদি‌কে, রেলসেতু‌র সিগন্যালে এখনও কিছু কাজ বা‌কি র‌য়ে‌ছে। সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসুদুর রহমান জানান, দ্রুততম সময়ে এ রেলসেতুতে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু কর‌বে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগের নতুন মাইলফলক উন্মোচিত হবে।

নিউজটি আপডেট করেছেন : NewsUPload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ