বাংলাদেশ নিয়ে বেইজিংয়ের ‘অতি আগ্রহ’, দিল্লির জন্য কীসের ‘ইঙ্গিত’
আপলোড সময় :
০৬-০১-২০২৫ ০৭:২১:২১ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-০১-২০২৫ ০৮:৩৫:১৩ অপরাহ্ন
চলতি বছর বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হবে। ঢাকা-বেইজিং এটিকে স্মরণীয় করতে জানুয়ারি থেকে দৃশ্যমান কিছু অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে। বেইজিং চায়— পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের আলোচনার মধ্য দিয়ে এটি শুরু হোক। সেই লক্ষ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে আগামী ২০ জানুয়ারি চীন সফরে যাবেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন যাবেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি আগামী ২০ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি চীন সফর করবেন। সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা দ্বিপক্ষীয় বৈঠক বসবেন। তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন। আলোচনায় থাকতে পারে আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু। উপদেষ্টার সফর নিয়ে মঙ্গলবার (৭ জানুয়ারি) পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে একটি আন্ত:মন্ত্রণালয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : NewsUPload
কমেন্ট বক্স