ঢাকা , শনিবার, ১৫ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৭:০৯:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৭:০৯:২৪ অপরাহ্ন
রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। 

বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান বিষয়টি চ্যানেল 24 কে নিশ্চিত করেছেন। তিনি জানান, বেগম খালেদা জিয়ার চিকিৎসাজনিত সফরকে সামনে রেখে এ বৈঠকটি হচ্ছে আজ। এতে দলের নীতি কৌশল ও নতুন সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে।

প্রসঙ্গত, কাতারের একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার রাত ১০টায় লন্ডনের উদ্দেশে পাড়ি জমাবেন খালেদা জিয়া। এ ক্ষেত্রে নেতাকর্মীদের ভিড় কমানোর পরামর্শ দেয়া হয়েছে। তবে সিনিয়র নেতারা বিমানবন্দরে বিদায়ী শুভেচ্ছা জানাতে যাবেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : NewsUPload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ